জকিগঞ্জে ৪ ডা কা ত গ্রেফতার

কওমি কণ্ঠ ডেস্ক :

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের ধারাবাহিক অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কারসহ লুণ্ঠিত মালামাল।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই রাতে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলোগ্রামে এক গৃহে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই জকিগঞ্জ থানা পুলিশ অভিযানে নামে। এর ধারাবাহিকতায় গত ৩ ও ৪ আগস্ট সিলেট জেলার গোলাপগঞ্জ, ওসমানীনগর, সিলেট মেট্রোপলিটন এলাকা এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর ও বিশ্বম্ভরপুর থানায় অভিযান চালিয়ে ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ৪ ডাকাত হলেন- ছোয়াবির আহমেদ (৩৯), সোহেল মিয়া (৪২), রুহুল আমিন (২৫) ও সুমন মিয়া (৩৬)। 

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-খ-১১-৬৫৮২ ও ঢাকা মেট্রো-গ-১১-৪৯৫৪), নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, নেপালি রুপি ৭,৮৯০, ৩৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৭টি আইফোন, ২৬টি বাটন ফোন, ৫টি বিদেশি হাতঘড়ি, ৫টি ট্যাব, ২টি ল্যাপটপ, ১টি বিদেশি ভিডিও ক্যামেরা, ৫টি শাড়ি, ৪টি ছাতা, বড় ল্যাগেজ, ৩টি হ্যান্ডব্যাগ, কিবোর্ড, চার্জার, ১টি খেলনা পিস্তল, লোহার সুচালো সাবল, হাতুরি, সুইস চাকু, স্ক্রুড্রাইভার, প্লাস এবং গোল্ড প্লেটের বিভিন্ন অলংকার উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।