স্বৈরশাসক পতনের এক বছর, সিলেটে শহিদদের কবরে পুষ্পশ্রদ্ধা

কওমি কণ্ঠ রিপোর্টার :

চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থাণ শেষে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের আজ এক বছর পূর্ণ হয়েছে। গত বছরের এই দিন দুপুরে দেশবাসীর দূর্বার আন্দোলনের মুখে হাসিনা ভারতে পালিয়ে যান।

স্বৈরশাসক পতনের এক বছর পূর্তি উপলক্ষ্যে সিলেটের গ্যাজেভুক্ত জুলাই শহিদদের কবরে পুষ্পশ্রদ্ধা অর্পণ করা হয়েছে। 

জেলা প্রশাসনের উদ্যোগে সিলেট সিটি করপোরেশনের আওতাধনী সদর উপজেলাস্থ শহিদ মো. ওয়াসিম আহমদের কবরে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

এছাড়া সাংবাদিক এ টি এম তুরাবসহ বাকি ১৫ শহিেদের কবরেও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে।

এদিকে, ৫ আগস্ট উপলক্ষ্যে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে মহানগরের শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া বাদ জোহর সিলেটের প্রত্যেক মসজিদে জুলাই শহিদদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অপরদিকে, সকাল ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর বের হয় বর্ণাঢ্য র‍্যালি। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শহীদঅভ্যুত্থানে নিহতদের পরিবারদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

দিবসটি উপলক্ষে সিলেটে দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও আয়োজন করেছে নানা কর্মসূচি।