সিলেটে আসছেন উপদেষ্টা আসিফ নজরুল

কওমি কণ্ঠ ডেস্ক :

প্রবাসী অধ্যুষিত সিলেটের রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা দিচ্ছে জেলা প্রশাসন। তাদের সম্মানে আগামীকাল শনিবার (২৭ ডিসেম্বর) দিনভর নানা আয়োজন রাখা হয়েছে। এসবের মধ্যে রয়েছে শনিবার সকাল ১০টায় বর্ণাঢ্য র‍‍্যালি, বেলা ১১টায় সম্মাননা প্রদান অনুষ্ঠান ও সন্ধ্যায় সেমিনার।

প্রবাসী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

প্রবাসীদের সক্ষমতা ও অবদানকে স্বীকৃতি দিতে জেলা প্রশাসন ‘এক্সপ্যাট্রিয়েট অনার অ্যাওয়ার্ড’-এর আয়োজন করেছে। সফল পেশাজীবী, উদ্যোক্তা,ব্যবসায়ী, কমিউনিটি লিডার, নারী উদ্যোক্তা, খেলাধুলায় কৃতিত্ব, বাংলাদেশি পণ্যের আমদানিকারদের মধ্যে এ সম্মাননা প্রদান করা হবে।