- ট্রাফিক প্রধানের পূর্ণ দায়িত্বে মাহফুজ
কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) হিসেবে মো. সজিব খানকে পদায়ন করা হয়েছে। পাশাপাশি মো. মাহফুজুর রহমানকে উপ-কমিশনার (ট্রাফিক) হিসেবে পূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।
বৃহস্পতিবার এসএমপি কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম-সেবা) স্বাক্ষরিত আদেশে তাদের দুজনকে এই দুই পদে পদায়ন করা হয়।
এর আগে মো. মাহফুজুর রহমানকে উপ-কমিশনার (দক্ষিণ)-এর পাশাপাশি অতিরিক্ত হিসেবে এসএমপি’র ট্রাফিক প্রধানের দায়িত্ব পালন করছিলেন।
এ দুই কর্মকর্তাকে পদায়নের বিষয়টি এক ক্ষুদেবার্তায় জানিয়েছেন এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।