কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈল গ্রামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন।
রবিবার (৩১) আগস্ট সকালে পুলিশ গিয়ে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
আত্মহত্যাকারী হোসনে আরা (২৬) ফুলতৈল গ্রামের সৈয়দুর রহমানের স্ত্রী। তার স্বামী প্রবাসে থাকেন।
আত্মহত্যার বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।
তিনি বলেন - পারিবারিক কলহ থেকে এমনটি ঘটতে পারে। ওই নারী ওড়নার মাধ্যমে ঘরের তিরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।