ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে ক্লাস বর্জন করেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা শহীদ শামসুদ্দিন ছাত্রাবাসসহ ছাত্রাবাসে বিশুদ্ধ পানির ব্যবস্থা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ছাত্রাবাসের জরাজীর্ণ ভবন, রুমের সংস্কার এবং মেডিকেল কলেজ হোস্টেলের জন্য গত অর্থবছরের বাজেট এবং হিসাব বিবরণী পেশ করার দাবিতে ক্লাস বর্জন করেন।‌

এর আগে বিষয়ে বুধবার ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জিয়াউর রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে হোস্টেলে থাকা শিক্ষার্থীরা ছাত্রাবাসের সব সমস্যা তুলে ধরে বলেন- আগামী শনিবারের মধ্যে সব সমস্যার সমাধান করা না হলি রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করবে বলে এমবিবিএস এবং বিডিএস-এর শিক্ষার্থীরা।