হবিগঞ্জে ইট দিয়ে বড় ভাইকে হত্যা, র‍‍্যাবের জালে ঘাতক

কওমি কণ্ঠ রিপোর্টার :

হবিগঞ্জের লাখাইয়ে বড় ভাইকে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে ছোট ভাইকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯। 

শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত মো. ওবায়েদ মিয়া (২০) হবিগঞ্জ জেলার লাখাই থানার বামৈ পশ্চিমপাড়া গ্রামের আবুল খায়েরের ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

জানা গেছে, ওবায়েদের বড় ভাই জুনাইদ মিয়া ৪ বছর আগে বিয়ে করেছিলেন। পরে তিনি পৃথক হয়ে যান। এরপর জুনাইদ স্ত্রীসহ শশুর বাড়িতে বসবাস করতেন। গত শুক্রবার (২ জানুয়ারি) জুনাইদ তার বাবার বাড়িতে এসে ঘর নির্মাণ করে স্ত্রীকে নিয়ে বাড়িতে বসবাস করবেন বলে পিতাকে জানান। বিষয়টি নিয়ে পিতার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে জুনাইত তার বাবাকে মারার জন্য উদ্যত হন। এসময় সেখানে উপস্থিত ওবায়দে বড় ভাই জুনাইদকে একটি ইট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। 

পরে জুনাইদকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসার পথে মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় লাখাই থানায় অভিযোগ দায়েরের প্রেক্ষিতে র‍‍্যাব অভিযুক্ত ওবায়েদকে গ্রেফতার করে।