কওমি কণ্ঠ রিপোর্টার :
এবার সিলেটের জাফলং এলাকায় পাথর লুটের ঘটনায় মামলা হয়েছে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোনায়েম হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে সোমবার (১৮ আগস্ট) রাতে গোয়াইনঘাট থানায় এ মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, সম্প্রতি জাফলং এলাকায় দুর্বৃত্তরা নদী ও পাহাড়ি এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও লুটপাট করে নিয়ে যায়। এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পেনালকোড এবং পরিবেশ আইন এই দুটি ধারায় মামলাটি গ্রহন করা হয়েছে।
তিনি আরও জানান, পাথর লুটের ঘটনায় তদন্ত সাপেক্ষে দ্রুত জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।