বাহুবলের প্রতিটি ঘরে গ্যাস সরবরাহের দাবি মুফতি নিজামের

কওমি কণ্ঠ ডেস্ক :

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও বাহুবল-নবীগঞ্জ উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতী নিজাম উদ্দিন আল আদনান বলেছেন, 'রশিদপুর গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন কোটি কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হলেও স্থানীয় জনগণ এখনো এর কোনো সরাসরি সুবিধা পাচ্ছে না।'

শনিবার (১১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মুফতী আদনান বলেন, 'রশিদপুর গ্যাসক্ষেত্র বাহুবলের মাটিতে হলেও বাহুবলবাসী আজও গ্যাস সংযোগ থেকে বঞ্চিত। একইভাবে বঞ্চিত পাশের এলাকাগুলোও। এটি এক ধরনের বৈষম্য ও অন্যায়। দেশের উন্নয়ন তখনই অর্থবহ হবে, যখন স্থানীয় জনগণও জাতীয় সম্পদের সুফল পাবে।'

তিনি বলেন, '১৯৬০ সালে আবিষ্কৃত এবং ১৯৯৩ সালে উৎপাদন শুরু করা রশিদপুর গ্যাসক্ষেত্র থেকে সম্প্রতি তৃতীয় কূপের মাধ্যমে দৈনিক ৮০ লক্ষ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হচ্ছে। অথচ বাহুবলের মানুষ নিজের এলাকার সম্পদ ব্যবহার করতে পারছে না।'

বিবৃতিতে সম্ভাব্য এই সংসদ সদস্য পদপ্রার্থী দাবি জানিয়ে বলেন, বাহুবলের প্রতিটি ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করতে হবে এবং স্থানীয় মেধাবী যুবকদের যোগ্যতা অনুযায়ী রশিদপুর গ্যাসক্ষেত্রসহ সংশ্লিষ্ট খাতে চাকরির সুযোগ দিতে হবে।

তিনি আরও বলেন, 'রশিদপুর গ্যাসক্ষেত্রের কারণে সরকার ও দেশ উপকৃত হচ্ছে, এটা আনন্দের বিষয়। কিন্তু স্থানীয় জনগণকে বাদ রেখে উন্নয়ন টেকসই হতে পারে না।  আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমি সরকারের দ্রুত পদক্ষেপ আশা করছি।'

Loading...