কওমি কণ্ঠ রিপোর্টার, বিয়ানীবাজার (সিলেট) :
সিলেটের বিয়ানীবাজার পৌরএলাকায় নিদনপুর গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত (২২ আগস্ট) রাত ২টার দিকে আবুল মিয়ার বাড়িতে ডাকাতদল হানা দিয়ে পাঁচ লক্ষ টাকা, ২৫ ভরি স্বর্ণালংকার এবং দুটি আইফোনসহ আরও কিছু মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে।
ডাকাতির শিকার পরিবারের সদস্যরা জানান, রাতে ৮-১০ জনের একটি ডাকাত দল বাড়ির মূল দরজা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে পরিবারের সদস্যদের মারধর করে ও অস্ত্রের মুখে জিম্মি করে। এক পর্যায়ে আবুল মিয়াকে বেঁধে রেখে তার স্ত্রীর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে আলমারি খুলে পাঁচ লক্ষ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য দামি মালামাল বের করে নেয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আশরাফ উজ্জামান বলেন- পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টির তদন্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।