সিলেটে ব্যাংক কর্মকর্তার বাসায় চুরি

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট মহানগরের বাগবাড়ি এতিম স্কুল রোডে এক ব্যাংক কর্মকর্তার বাসায় (১৫/৩) চুরি সংঘটিত হয়েছে। দুর্বৃত্তরা বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ২৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

পরে ওই ব্যাংক কর্মকর্তা কোতোয়ালি থানায় এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক কিংবা চুরি হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।

জানা গেছে, পূবালী ব্যাংক সিলেট পূর্ব আঞ্চলিক অফিসের কর্মকর্তা শফিউল আজম চৌধুরী সপরিবারে এই বাসায় বসবাস করেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে তিনি তার স্ত্রী-সন্তানকে ওই বাসার নিচতলায় তার শ্বশুরের ঘরে রেখে গ্রামের বাড়িতে যান। পরে শুক্রবার (২২ আগস্ট) দুপুরে শফিউল আজমের স্ত্রী নিজেদর বাসায় গিয়ে দেখতে পান বাসাটি ভেতর থেকে তালা দেওয়া। এ সময় তিনি ও তার বাবার পরিবারের সদস্যরা দরজার লক ভেঙে ভিতরে ঢুকে দেখতে পান- বাসার সবকিছু তছনছ এবং এলোমেলো। চোরেরা বাসার জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে স্টিল আলমিরা, ওয়ারড্রপ-এর তালা ভেঙে ভেতরে থাকা স্বর্ণালংকার, নগদ অর্থ, প্রাইজ বন্ডসহ প্রায় ২৪ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। 

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, পুলিশ চোরদের ধরতে চেষ্টা করছে।