কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে ট্রেনের ছাদ থেকে পড়ে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৪ বছর। লাশের পরিচয় এখনো শনাক্ত হয়নি।
শুক্রবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে মোগলাবাজার থানাধীন সোনারগাঁও আবাসিক এলাকার কয়েছ খানের কলোনির সামনে রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে সিলেট রেলওয়ে থানাপুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা বলেন- সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পারাবত এক্সপ্রেসের ছাদে ওই যুবক লাফালাফি করছিলেন। এসময় অসাবধানতাবশত দুই বগির মধ্যখানে পড়ে যান এবং চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস কওমি কণ্ঠকে বলেন- এখনো লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। কাজ করছে পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।