জগন্নাথপুরে রাস্তা দিয়ে প্রবাসীর মালামাল নিতে বাধা 

কওমি কণ্ঠ ডেস্ক :

সুনামগঞ্জের জগন্নাথপুরে রাস্তা দিয়ে এক লন্ডন প্রবাসী পরিবারের মালামাল নিতে বাঁধা দিচ্ছে প্রভাবশালীরা। উপজেলার চিলাউড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। গত কয়েক দিন ধরে রাস্তা দিয়ে মালামাল নিতে দেয়া হচ্ছে না।এনিয়ে প্রবাসীর পরিবার অজানা আতংকে রয়েছেন। 

জানা গেছে,চিলাউড়া গ্রামের নোয়াজ উল্লার পুত্র ময়না মিয়া ও ফয়েজ উল্লার পুত্র হারুন মিয়ার মধ্যে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে উভয়পক্ষের মধ্যে মামলা মোকদ্দমাও চলছিল। এক পর্যায়ে ২০১৭ সালে আদালত থেকে (জিআর-১৬৫/১৬) মামলা স্থানীয় চিলাউড়া ইউনিয়ন পরিষদের প্রেরণ করা হয়। পরবর্তীতে উভয়পক্ষের জবানবন্দি, স্বাক্ষী -প্রমানাদি গ্রহণের মধ্য দিয়ে এলাকার বিশিষ্টজনেররা বিষয়টি আপোষে নিষ্পত্তি করে দেন। এরপর উভয়পক্ষ স্বাক্ষরিত একটি শাকিসনামাও করা হয় যা পরবর্তীতে আদালতে দেয়া হয়।
শালিসনানায় উল্লেখ করা হয়, উভয়পক্ষের বাড়ির উত্তর ও দক্ষিণের রাস্তা দিয়ে উভয়প যাতায়াত করতে পারবেন এতে কোনো প্রকার বাঁধা নিষেধ করতে পারবেন না। 

সম্প্রতি নোয়াজ উল্লার পুত্র লন্ডন প্রবাসী কনাই মিয়া ওরফে (রাজু) তার বাড়িতে ঘর নির্মাণ করার উদ্যোগ নেন। ওই রাস্তা দিয়ে নির্মাণ সামগ্রী নিয়ে আসার সময় ফয়েজ উল্লার পুত্র হুমায়ূন রশীদ (মামুন)  ভাতিজা কামরুল মিয়া ও আজমল মিয়াকে দিয়ে বাঁধা দেন। এক পর্যায়ে প্রবাসী রাজুর মালামাল নেয়া বন্ধ হয়ে পড়ে। তার ঘর নির্মাণ কাজও বন্ধ হয়ে পড়ে। 

প্রবাসী কনাই মিয়া রাজু বলেন, যে হারুন মিয়া শালিসনামায় স্বাক্ষর করে বিরোধ নিষ্পত্তি করেছিলেন তার পুত্র কামরুল ও আজমল এখন রাস্তায় মালামাল নিতে দিচ্ছে না। অথচ তাদের পিতা এলাকার বিশিষ্টজনদের নিয়ে বিরোধ নিষ্পত্তি করেছিলেন। তিনি এর ন্যায় বিচার কামনা করেন। 
এবিষয়ে জানতে চেয়ে কামরুল মিয়ার মোবাইলে একাধিকবার কল দেয়া হলেও তিনি কল রিসিভ করেননি।