কওমি কণ্ঠ রিপোর্টার :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধাক্কা দিয়ে মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় ঘাতক ট্রাক ড্রাইভারকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন সেন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. জমশেদ মিয়া (৩০) শ্রীমঙ্গল থানার ভৈরবগঞ্জ বাজার গ্রামের লয়লুস মিয়ার ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- নিহত মোটরসাইকেল আরোহী ঢাকা জেলার ধামরাই থানাধীন কালিয়াগাড় এলাকার বাসিন্দা। তিনি ব্যবসার কাজে শ্রীমঙ্গল বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। গত ১৬ ডিসেম্বর ওই যুবক শ্রীমঙ্গল কালাপুরে কাজ শেষে তার বন্ধুর মোটরসাইকেলের পিছনে বসে কালাপুর হতে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল থানাধীন শ্রীমঙ্গল টু মৌলভীবাজার সড়কে ট্রাফিক জ্যামে থাকা অবস্থায় পিছন থেকে শ্রীমঙ্গলগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলের পিছনে ধাক্কা দিলে ঢাকার ওই বাসিন্দা মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর জখম হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যান।
এই ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র্যাব-৯ অভিযান চালিয়ে অভিযুক্ত ট্রাকচালককে গ্রেফতার করেছে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।