মিলাদুন্নবির বর্ণাঢ্য র‍‍্যালি, ধর্মপ্রাণ ছাত্র-জনতার ঢল

কওমি কণ্ঠ রিপোর্টার :

পবিত্র ঈদে মিলাদুন্নবি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য মুবারক র‍‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

প্রয়াত আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী পীরের প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে শনিবার বেলা ১টার দিকে মহানগরের সোবহানীঘাট এলাকার থেকে র‌্যালি শুরু হয়ে মহানগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে হাজার হাজার ধর্মপ্রাণ ছাত্র-জনতা মহানবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত ফেস্টুন ও প্ল্যাকার্ড শোভাবর্ধন করেন। ছাত্রজনতার সুরে সুরে ধ্বনিত হয় ‘বালাগাল উলা বি কামালিহি..., শামসুদ্দোহা আসসালাম’- এরকম নাতে রাসুল।

র‌্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সুলাইমান আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব হোসাইন আহমদের সঞ্চালনায় শোভাযাত্রাপূর্ব আলোচনা সভায় বক্তব্য সুবহানীঘাট হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা কমরুদ্দিন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র মহাসচিব মুফতী একেএম মনোওর আলী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন প্রমুখ।