সিলেটে ৫৬ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

কওমি কণ্ঠ রিপোর্টার :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ইসি’র মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আগামীকাল সোমবার (২৯ ডিসেম্বর)। শেষ দিনের আগের দিন অর্থাৎ- আজ রবিবার (২৮ ডিসেম্বর) পর্যন্ত সিলেট জেলার ৬টি আসনের জন্য ৫৬ প্রার্থী সংগ্রহ করেছেন নির্বাচন কমিশনের মনোনয়নপত্র।

সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্র রবিবার সন্ধ্যায় কওমি কণ্ঠকে জানিয়েছ- সিলেট-১ আসনে জন্য ১০ জন, সিলেট-২ আসনে ১০ জন, সিলেট-৩ আসনে ১১ জন, সিলেট-৪ আসনে ৮ জন, সিলেট-৫ আসনে ৮ জন ও সিলেট-৬ আসনের জন্য ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

এদের মধ্যে সিলেট-১ আসনের এক প্রার্থী জমা দিয়েছেন ফরম।

তফসিল অনুযায়ী- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।