- বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু
কওমি কণ্ঠ রিপোর্টার :
পর পর দুদিন ঘটলো সীমান্ত হত্যা। সীমান্তে প্রাণ হারাতে হলো দুই বাংলাদেশিকে। শুক্রবার (৭ মার্চ) সিলেটে ও আজ শনিবার (৮ মার্চ) পঞ্চগড়ে ঘটেছে সীমান্ত হত্যার ঘটনা।
জানা গেছে, পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আল আমিন (৩৮) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে পঞ্চগড় উপজেলা সদরের অমরখানা ইউনিয়নে ভিতরগড়ে ৭৪৪ মেইন পিলারের ৭ নম্বর সাব পিলার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আল আমিন সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাত পাড়ার সুরুজ আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে আল আমিনসহ কয়েকজন যুবক ভারতীয় ওই সীমান্তে গরু আনতে যায়। এ সময় তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের ভাটপাড়া ক্যাম্পের টহলে থাকা সদস্যরা তাদের গুলি করে। সকালে সেখানকার আবালুপাড়া থেকে প্রায় ৫০ গজ ভারতের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেষ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, মরদেহ হস্তান্তরের জন্য বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
এর আগে শুক্রবার ভোররাতে ভারতীয় খাসিয়ার হাতে সিলেটি এক যুবকের মৃত্যু হয়। বিজিবি ভারতীয় খাসিয়ার হাতে মৃত্যুর তথ্য জানালেও স্থানীয় সূত্র বলছে- বিএসএফের গুলিতে এ যুবক নিহত হয়েছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক শুক্রবার বিকালে এক বিজ্ঞপ্তিতে জানান- শুক্রবার ভোররাত ৩টার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে শাহেদ মিয়া (২৫) জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। ওপারে স্থানীয় চোরাকারবারী খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন শাহেদ। এসময় খাসিয়াদের আঘাতে তার মৃত্যু হয়।