কওমি কণ্ঠ রিপোর্টার :
ঘড়ির কাঁটায় রাত ১২টা পার। কিন্তু জেগে আছে প্রাচ্যের অক্সফোর্ড-খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল ঘোষণার অপেক্ষায় সবাই। ফল ঘোষণাকে কেন্দ্র করে সিনেট ভবনে ভিতরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাত সোয়া ১২টার দৃশ্য এটি। ১০টার পর থেকেই তৈরি হয়েছে এই পরিবেশ।
সময়ের সঙ্গে সঙ্গে সিনেট ভবনে শিক্ষার্থীর সংখ্যা কেবল বাড়ছে।
তারা ‘সবার সেরা ঢাবি’, ‘ঢাবি ঢাবি’ সহ নানান স্লোগানে মুখরিত করে রাখছেন সিনেট ভবন।
শিক্ষার্থীরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তাদের নির্বাচিত ছাত্র প্রতিনিধি-কে হবে তা জানার জন্য। রাত ১২ টার মধ্যে ফলাফল ঘোষণা করার কথা থাকলেও এই সময়ে মধ্যে সম্ভব হয়নি।
বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ও অভিযোগ-পাল্টা অভিযোগ ছাড়া মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সারাদিন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন।
ডাকসুতে এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন। এবারের নির্বাচনে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিভিন্ন পদে ছাত্রী ৬২ জন। এছাড়া প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটে লড়ছেন এক হাজার ৩৫ জন।