কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় থেকে সাব্বির আহমেদ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ইসলামপুর গ্রামে একটি বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
সাব্বির এ গ্রামের লিলু মিয়ার ছেলে। লাশের গলায় চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের ধারনা- এটি আত্মহত্যা।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে সাব্বিরের লাশ তার প্রতিবেশী খালিক মিয়ার বাড়ির সামনে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, লাশের পাশে রশি ছিলো। প্রথমিকভাবে আমরা জানতে পেরিছে, এটি আত্মহত্যা। আরও তদন্ত হচ্ছে। লাশের ময়না তদন্ত হবে।