হেফাজতের মহাসমাবেশে বক্তব্য রাখলেন সিলেটের শাহ মমশাদ

কওমি কণ্ঠ রিপোর্টার :

রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত হেফাজতে ইসলামের ঐতিহাসিক মহাসমাবেশে বক্তব্য রেখেছেন সিলেটের কৃতী ব্যক্তিত্ব, কাজিরবাজার জামিয়া মাদানিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ।

শনিবার (৩ মে) বেলা ১১টার দিকে তিনি মঞ্চে মূল্যবান বক্তব্য রাখেন। 

ইসলামবিদ্বেষী নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ ৫ দাবিত রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ চলছে। শনিবার (৩ মে) সকাল ৯টায় শুরু হয়েছে। জোহরের নামাজের আগে সমাপ্ত হবে।

সমাবেশে বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা থেকে আগত নেতারা।

উল্লেখ্য, মাওলানা শাহ মমশাদ আহমদ একাধারে শিক্ষক, কলামিস্ট, সুবক্তা ও দক্ষ সংগঠক। এছাড়া তাসলিমাবিরোধী আন্দোলনসহ সিলেটে সংঘটিত নাস্তিক-মুরতাদ-মুশরিকবিরোধী সকল আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং করে যাচ্ছেন দেশের উত্তর-পূর্বাঞ্চলের এই কৃতিসন্তান।

বিশেষ করে চব্বিশের অভ্যুত্থান পরবর্তী সিলেটে শেখ মুজিবের ম্যুরাল-মূর্তি অপসারণ এবং শাহজালাল-শাহপরাণ রাহ.-এর মাজার থেকে শিরিক-বিদাআত ও অসামাজিক কার্যকলাপ অনেকাংশে বন্ধে মূল ভূমিকা পালন করেছেন বিদগ্ধ আলেম শাহ মমশাদ আহমদ।