- ‘খাদিমুল কুরআন পরিষদ’ পুনর্গঠন
কওমি কণ্ঠ ডেস্ক :
‘খাদিমুল কুরআন পরিষদ’ পুনর্গঠন করা হয়েছে। এ লক্ষ্যে সোমবার (১৫ সেপ্টেম্বর) বাদ জোহর সিলেটের জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদরাসা মিলনায়তনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
দরগাহ মাদরাসার মুহতামিম মাওলানা মাশুক উদ্দিন (বরবাড়ি হুজুর)-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়েছে।
সভায় সবার সম্মতিক্রমে ‘খাদিমুল কুরআন পরিষদ’র ৫১ সদস্যবিশিষ্ট মজলিসে শুরা ও ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়।
পরিষদের দায়িত্বপ্রাপ্তর হলেন- সভাপতি জামেয়া কাসিমুল উলুম দরগাহ-এর মুহতামিম মাওলানা মাশুক উদ্দিন, সহ-সভাপতি মাওলানা রেজাউল করিম জালালি, মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, মাওলানা খলিলুর রহমান, নুমানি চৌধুরী ও মাওলানা মুফতি আবুল খায়ের বিতঙ্গলী, সাধারণ সম্পাদক দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজাদ আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জামেয়া মাদানিয়া কাজির বাজার-এর মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক জামেয়া দরগাহ-এর শিক্ষক মুফতি রশিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক জামেয়া মাহমুদিয়া সুবহানীঘাট-এর মুহতামিম হাফেজ মাওলানা আহমদ কবির, প্রচার সম্পাদক দারুস সালাম মাদরাসার শিক্ষক মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী, সহপ্রচার সম্পাদক হেমু মাদরাসার মুহতামিম মুফতি জিল্লুর রহমান, অফিস সম্পাদক উম্মুল কুররা একাডেমির শিক্ষক মাওলানা জিয়াউর রহমান, সহ-অফিস সম্পাদক জামেয়া দরগাহ-এর শিক্ষক মুফতি মুস্তাকিম বিল্লাহ, অর্থ-সম্পাদক দরগাহ মসজিদ-এর অর্থসচিব মুফতি কয়েস আহমদ, সহ-অর্থ সম্পাদক মাওলানা জাহেদ আহমদ এবং কার্যকরী সদস্য নয়াসড়ক মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল্লাহ, মুক্তিরচক মাদরাসার মুহতামিম মাওলানা মুহিবুর রহমান, শামীমাবাদ মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, গোপশহর মাদরাসার শিক্ষাসচিব মাওলানা মুহিবুর রহমান মিটিপুরি ও জামেয়া দরগাহ-এর মুহাদ্দিস মাওলানা ইমাম উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন- রেঙ্গা মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মুহিউল ইসলাম, সিলেট মহানগর হেফাজতের সভাপতি মাওলানা মুশতাক আহমদ খান, জেলা হেফাজত সভাপতি মাওলানা রেজাউল করিম জালালি, মুক্তিরচক মাদরাসার মুহতামিম মাওলানা মুহিবুর রহমান, নয়াসড়ক মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল্লাহ, মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, শামীমাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা শামীম আহমদ, বহরগ্রাম মাদরাসার মুহতামিম মাওলানা এনামুল হক ও দারুল হুদা মাদরাসার মুহতামিম মুফতি মুজিবুর রহমান কাসেমী প্রমুখ।
সভায় সিলেটের শতাধিক আলেম ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে, সভার সিদ্ধান্ত অনুযায়ী এ বছরের ৬, ৭ ও ৮ নভেম্বর (বৃহস্পতি, শুক্র ও শনিবার) সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে ‘খাদিমুল কুরআন পরিষদ’র তাফসিরুল কুরআন মহাসম্মেলনের আয়োজন করা হবে। মহাসম্মেলন সফলে বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয় সভায়।
সভা শেষে রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান মুনাজাত পরিচালনা করেন।