সিলেট সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের ৪৮ ব্যাটালিয়নের টহল টিম রবিবার (৭ সেপ্টেম্বর) ভোরে এসব জব্দ করে।  

সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক এক বিজ্ঞপ্তিতে জানান- তাদের একটি বিশেষ টহল দল রবিবার ভোর ৫টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় নজুরভাঙ্গা নামক স্থানে অবস্থান নিয়ে দেখতে পায়, মাদক চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় মদ নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এসময় বিজিবি তাদের ধাওয়া করে। এসময় চোরাকারবারীরা মদ ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে ১ হাজার ৫৭১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ জব্দ করা হয়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।