কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকার সোনাটিলা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (বয়স আনুমানিক ৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে বেলা ২টার দিকে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। তিনি বলেন- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
লাশের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।