লালাবাজার ইউপিতে প্রশাসক নিয়োগ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.তোয়াজিদুল হক তুহিন-এর ‘অনুপস্থিতি’র কারণে এ ইউপি-তে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এক অফিস আদেশে সিলেট জেলা প্রশাসক (ডিসি) মো. সারোয়ার আলম লালাবাজারে প্রশাসক নিয়োগ দেন।

অফিস আদেশে উল্লেখ- ‘স্থানীয় সরকার বিভাগের ১৯/০৮/২০২৪ তারিখের ৪৬.০০.০০০০.০০০.০১৭,৯৯.০০৪৪.২২-৬৮৪ নম্বর পরিপত্র ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসাররের ২১/০৮/২০১৫ তারিখের ০৫.৪৬,9131,000,41,039,2018.83১ নম্বরপত্রের পরিপ্রেক্ষিতে ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে সার্বিক কাজ পরিচালনা ও জনসেবা অব্যাহত রাখার জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের ভেটেরিনারি সার্জন সাহাব উদ্দিন মুন্নাকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো। নিযুক্ত কর্মকর্তা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই ইউনিয়ন পরিষদে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করবেন।’

প্রশাসক নিয়োগের বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ঊর্মি রায়।