কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জন্মদাতা অসুস্থ বাবা ও আপন চাচাকে নির্যাতন এবং হয়রানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে সিলেটের মোগলাবাজার থানায় চাচা বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এসময় ওই ছাত্রলীগ নেতার বাবাও থানায় উপস্থিত ছিলেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন (সিটি করপোরেশনের ৪০ নং ওয়ার্ডের) কুচাই গ্রামের কামাল আহমদ কাবুলের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জান্নাতুল নাঈম (৩১) ৫ আগস্টের পরও সন্ত্রাসী কার্মকা- চালিয়ে যাচ্ছেন। এতে বাবা ও চাচা পর্তুগাল প্রবাসী শাহীন আহমদ প্রতিবাদী হলে তাদের উপর চালান নির্যাতন। করেন নানাভাবে হয়রানি। বিগত সময়ে একাধিকবার নিজের বাবাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন নাঈম।
এদিকে, বাড়িতে একটি প্রশাবখানা মেরামতকে কেন্দ্র করে বুধবার দুপুরে তিনি অস্ত্র-সস্ত্র নিয়ে প্রবাসী চাচা শাহীন আহমদের উপর চড়াও হন। এসময় ধারালো অস্ত্র দিয়ে চাচাকে মারতে যান নাঈম। বাড়ি ও পরিবারের অন্য সদস্যরা এসময় শাহীনকে নাঈমের হাত থেকে উদ্ধার করেন। এসময় নাঈম তার চাচাকে প্রাণে মারার হুমকিও দেন। প্রবাসী চাচা ২৪ জুলাই দেশে এসেছেন।
বুধবারের ঘটনার পর বাবা ও চাচা থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন নাঈমের বিরুদ্ধে।
তারা বলেন- পরিবারের সবাই এখন নিরাপত্তাহীন। যে কোনো সময় যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে ছাত্রলীগ নেতা নাঈম। জন্মদাতা পিতাও নিরাপদ নয় তার হাতে। এ অবস্থায় অভিযুক্ত নাঈমকে দ্রুত গ্রেফতারের দাবি জানান বাবা ও চাচা।
অভিযোগের বিষয়ে জান্নাতুল নাঈম কওমি কণ্ঠকে বলেন- আমার মায়ের বিয়ের কাবিনের জায়গা নিয়ে চাচার সঙ্গে বিরোধ। বাবাও চাচার পক্ষে রয়েছেন। আজ (বুধবার) উল্টো চাচা আমাকে হুমকি দিয়েছেন। এ বিষয়ে আমি থানায় জিডি করেছি।
অভিযোগ দাখিলের বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান কওমি কণ্ঠকে বলেন- তদন্তসাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।