ওসমানী এয়ারপোর্টে সম্প্রসারণকাজের সংশোধিত প্রকল্প অনুমোদন

কওমি কণ্ঠ ডেস্ক :

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের সংশোধিত প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) কমিটির সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।

এটিসহ সভায় মোট ৮ হাজার ৩৩৩ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

জানা যায়, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরটি আন্তর্জাতিক মানের ফ্লাইট পরিচালনার সক্ষমতা অর্জন, যাত্রীসেবার মান ও সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য ২০১৮ সালে ২ হাজার ১১৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে একটি সম্প্রসারণ প্রকল্প গ্রহণ করে সরকার। ২০২০ সালে প্রকল্পের কাজ শুরু হলেও গতি ছিল অত্যন্ত ধীর।
 
এ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ উঠে। দুই দফা মেয়াদ বাড়িয়ে ২০২৩ সালে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও তা আর হয়নি। তৃতীয় দফায় মেয়াদ বাড়ানো হয়েছিল চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

সেই সঙ্গে প্রকল্পের ব্যয়ও বাড়িয়ে ধরা হয়েছিল ২ হাজার ৯১৬ কোটি ৫০ লাখ টাকা।

তবে এ মেয়াদেও কাজ শেষ হওযার খুব একটা সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা।
 
স্বয়ং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া ২০২৪ সালের ৩১ আগস্ট প্রকল্পের অগ্রগতি দেখতে এসে সাংবাদিকদের জানিয়েছিলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকল্প শেষ হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। তবে বড়জোর আরও ৬ মাস বাড়তে পারে।

(মূল রিপোর্ট : কালের কণ্ঠ)