কওমি কণ্ঠ রিপোর্টার :
জরুরি সংস্কারসহ ৮ দফা দাবিতে সিলেট-ঢাকা রেলপথ অবরোধ করে রাখা হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে মৌলভীবাজারের কুলাউড়া স্টেশনে রেললাইন অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা।
‘৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন’ কমিটির ব্যানারে পালিত হচ্ছে এই আন্দোলন-কর্মসূচি।
এর আগে কমিটির সমন্বয়ক আজিজুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক আতিকুর রহমান আখই এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
আন্দোলনকারীরা জানান- দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলের রেলপথের বেহাল অবস্থা। কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর প্রতিবাদে ও সিলেট-ঢাকা রেলপথে যাত্রীসেবার মানোন্নয়নের দাবিতে গত কয়েক দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। গত ২৭ সেপ্টেম্বর কুলাউড়ায় অবস্থান ধর্মঘট চলাকালে আন্দোলনকারীরা ট্রেন আটকালে রেলওয়ের ঢাকা অঞ্চলের ডিআরএম ১৫ দিনের মধ্যে আলোচনার আশ্বাস দেন। এরপর ১০ অক্টোবর কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন রেলওয়ের ঢাকা অঞ্চলের মহাব্যবস্থাপক (ডিআরএম) মো. মহিউদ্দিন আরিফ।
বৈঠকে কর্তৃপক্ষের দেওয়া আশ্বাসে সন্তুষ্ট না হয়ে আন্দোলনকারীরা ৩১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেন। এর মধ্যে মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হওয়ায় পূর্বঘোষিত আজ ১ নভেম্বর অবরোধ-কর্মসূচি পালন করছেন তারা।
৮ দফা দাবি হচ্ছে- সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চালু; আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইন বাস্তবায়ন; আখাউড়া-সিলেট সেকশনে অন্তত একটি লোকাল ট্রেন চালু; আখাউড়া-সিলেট সেকশনের সব বন্ধ স্টেশন পুনরায় চালু; কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্দকৃত আসনসংখ্যা বৃদ্ধি; কালনী ও পারাবত ট্রেনের যাত্রাবিরতি প্রত্যাহার; শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন ব্যবহার ও যাত্রী চাহিদা অনুযায়ী প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন।