আল্লামা মুকাদ্দাস আলীর ইন্তেকাল

কওমি কণ্ঠ রিপোর্টার :

প্রখ্যাত শায়খুল হাদিস সিলেটের কৃতিসন্তান আল্লামা মুকাদ্দাস আলী আর নেই। বুধবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মুন্সিবাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ বিন ইসমাইল। 

মরহুমের জানাজার নামাজ বুধবার বিকাল সাড়ে ৪টায় জকিগঞ্জের সোনাসার সংলগ্ন পূর্ব মাঠে অনুষ্ঠিত হবে।

১৯৩৩ সালে ভারত সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামে জন্মগ্রহণকারী এই শায়খুল হাদিস দীর্ঘ ৬৬ বছর ধরে হাদিসের সর্বোচ্চ কিতাব বুখারির দারস দিয়ে আসছিলেন।

প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্তির পর ১৯৬০ সালে শায়খ মুকাদ্দাস আলী নিজ জন্মস্থান জকিগঞ্জ উপজেলার মুনশিবাজার মাদরাসায় শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। সেই থেকে মৃত্যু পর্যন্ত প্রায় ৬৬ বছর ধরে একই মাদরাসায় সহিহ বুখারির দরস দিয়ে আসছিলেন তিনি।