কওমি কণ্ঠ ডেস্ক :
জকিগঞ্জ উপজেলায় তিন দিন ধরে নিখোঁজ থাকা এক মুদি দোকানদারের মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের নাম নুমন উদ্দিন (৫০)। তিনি মানিকপুর ইউনিয়নের পূর্ব মানিকপুর গ্রামের বাসিন্দা।
বুধবার (১ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ বাজার সংলগ্ন শায়লা সিটি হসপিটালের পিছনে একটি ধানক্ষেতে তার মরদেহ দেখতে পান এলাকাবাসী।
নিহতের শ্যলক সুমন আহমদ বলেন- ‘তিন দিন ধরে কোনো খোঁজ না পেয়ে আজ সিলেট র্যাব অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় খবর পেলাম, বোনের স্বামীর মরদেহ ধানক্ষেতে পড়ে আছে।’
তিনি আরও জানান, খবর পেয়ে জকিগঞ্জ থানায় যোগাযোগ করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলের পথে রয়েছে।
এদিকে এলাকাবাসীর ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    