কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে হৃদবন্ধনের আয়োজন ‘’ চিরনূতন রবীন্দ্রনাথ’’
নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতি বছরের মত এবছরও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্যোগ নিয়েছে হৃদবন্ধন সাহিত্য পরিষদ,সিলেট ।
শুক্রবার (৯ মে)সন্ধ্যায় ‘’চিরনূতন রবীন্দ্রনাথ ‘’ শীর্ষক এক অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
নগরীর জিন্দাবাজারস্থ ইমজা মিলনায়তনে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠান পালন করা হবে বলে লজানিয়েছে হৃদবন্ধন সাহিত্য পরিষদ কর্তৃপক্ষ।
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনার মধ্যে রয়েছে একক ও দলীয় সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও রবীন্দ্র ভাবনা শীর্ষকলেখা পাঠ।
এতে হৃদবন্ধন সাহিত্য পরিষদের সদস্য ছাড়াও অংশ নেবে সিলেটের বিভিন্ন সাহিত্য – সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।
এই অনুষ্ঠানে সিলেটের সাহিত্য ও সংস্কৃতিপ্রেমিদের উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে ।