শামসুদ্দিন হাসপাতালে মঙ্গলবার ফ্রি মেডিকেল ক্যাম্প

কওমি কণ্ঠ রিপোর্টার :

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (৭ অক্টোবর) সিলেট জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি পালন করবে। এর মধ্যে রয়েছে র‍্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প। 

জেলা প্রশাসন সূত্র সোমবার (৬ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়- আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকাল সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের করা হবে। র‍্যালির পরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে বিশ্ব প্রবীণ দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া মঙ্গলবার সকাল ৯টা থেকে সিলেট ডা. শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। 

উল্লেখ্য, গত ১ অক্টোবর ছিলো আন্তর্জাতিক প্রবীণ দিবস। কিন্তু এ দিন সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকার কারণে সিলেটে দিবসটি মঙ্গলবার পালিত হবে।