কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট মহানগরের কোতোয়ালি থানাধীন জেল রোড এলাকা থেকে আক্তার হোসেন (৩১) নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। তাদের একটি টিম রোববার (২৩ মার্চ) বিকালে তাকে গ্রেফতার করে।
আক্তার সিলেটের দক্ষিণ সুরমার জৈনপুর চান্দাই গ্রামের আব্দুর নুরের ছেলে।
তিনি ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
তিনি জানান- আক্তারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব।