কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট-ঢাকা মহাসড়ক সংস্কারসহ উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগব্যবস্থার দ্রুত প্রতিকারসহ দাবি এবং সিলেটের উন্নয়নে বৈষম্য করার প্রতিবাদে আজ রবিবার (১২ অক্টোবর) আন্দোলন কর্মসূচি পালন করা হচ্ছে।
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর ডাকে এ কর্মসূচি।
বেলা ১১টা থেকে সিলেট মহানগরের কোর্ট পয়েন্টে শুরু হয়েছে প্রতিবাদ সমাবেশে। ১১টা থেকে ১২টা- এই ১ ঘণ্টা চলছে প্রতীকি অনশন। পাশাপাশি এই এক ঘণ্টা সিলেটে পরিবহন শ্রমিকরা পালন করছেন কর্মবিরতি এবং ব্যবসায়ীরা বন্ধ রেখেছেন দোকানপাট।
এদিকে, আরিফুল হক চৌধুরীর ডাকে সাড়া দিয়ে সিলেট মহানগর এলাকায় অবস্থিত বিভিন্ন মাদরাসার ছাত্র-শিক্ষকরাও নেমে এসেছেন রাজপথে। তারা খন্ড খন্ড মিছিল সহকারে এসে যোগ দিচ্ছেন সমাবেশস্থলে।
এর আগে আজকের আন্দোলন-কর্মসূচিকে ঘিরে চালানো হয় ব্যাপক প্রচারণা। শনিবার (১১ অক্টোবর) নগরজুড়ে করা হয় মাইকিং। এছাড়া শনিবার সকাল থেকে সিলেটের বিভিন্ন সামাজিক, পেশাজীবী, ব্যবসায়ী ও ধর্মীয় পরিষদ এবং সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন আরিফুল হক। পাশাপাশি তাদের হাতে তুলে দেন সিলেটের দাবি দাওয়া সম্বলিত প্রচারপত্র।
প্রচারপত্রে উল্লেখ করা হয়- সড়কপথ, রেলপথ, আকাশপথে যোগাযোগ ব্যবস্থায় বৃহত্তর সিলেটবাসীর জন্য দীর্ঘদিন ধরে চলমান দুর্ভোগ, অনিয়ম ও চরম নৈরাজ্য আজ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, রেলপথে বগি সঙ্কট ও টিকিট কালো-বাজারি আর আকাশপথে বিমানের টিকিট মূল্য আকাশচুম্বী করে সিলেটকে যেন অর্থনৈতিকভাবে শোষণের যাঁতাকালে ফেলা হয়েছে।
প্রচারপত্রে আরও উল্লেখ করা হয়- সিলেটবাসীকে জিম্মিদশা থেকে মুক্ত করতে বর্তমান অন্তবর্তী সরকারেরও কোনো কার্যকর পদক্ষেপ নেই। এ অব্যবস্থাপনা ও অবিচারের প্রতিবাদে রবিবার বেলা ১১টায় সিলেট কোর্ট পয়েন্টে সমন্বিত সমাবেশ হবে। সকলের উপস্থিতি কামনা করেন আরিফুল হক।
প্রচারণাকালে আরিফুল হক চৌধুরী বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারেরও এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেই। সিলেটবাসীর যাতায়াতের বিড়ম্বনা চরম পর্যায়ে। তাই উন্নয়ন চাই স্বচ্ছ, টেকসই ও পরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা চাই।’
সিলেটের সড়ক যোগাযোগ ব্যবস্থার দুর্ববস্থার প্রতিবাদে নিজের আহুত কর্মসূচীর ব্যাপারে শুক্রবার সংবাদ সম্মেলন করেন আরিফ।
এসময় তিনি বলেন, তিনি বলেন, ‘এখন আর চুপ করে থাকার সময় নয়। সিলেটের জনগণের প্রতি কেন্দ্রীয় সরকারের বৈষম্য আজ সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। সরকারের প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘উপদেষ্টাদের নিয়ে একবার সড়কপথে সিলেট ঘুরে দেখুন তবেই বুঝতে পারবেন বাস্তব চিত্র।’