কওমি কণ্ঠ রিপোর্টার :
ইলেকশন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন- সংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি-কে তা দেয়া যাচ্ছে না।
রবিবার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় ইসি আনোয়ারুল আরো বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না বলেও জানান তিনি।
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্যই তাঁর বক্তব্য বলে জানান ইলেকশন কমিশনার আনোয়ারুল ইসলাম।
এর আগে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এসএমপি পুলিশ লাইন্সের হলরুমে সকাল ৯টায় এই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা চান।