সিলেটে এনা পরিবহনের ১২ লাখ টাকা ছিনতাই

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলি পয়েন্ট এলাকা থেকে এনা পরিবহনের ৩ জন কর্মচারীর কাছ থেকে প্রায় সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে সিলেট এনা পরিবহনের কদমতলির কাউন্টার থেকে ১২ লাখ ৪০ হাজার টাকা ৩ কর্মচারী ব্যাংকে জমা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। তারা কদমতলির ইয়াসিন প্লাজা নামক মার্কেটের সামনে যাওয়ামাত্র ৩টি মোটরসাইকেলে করে ৬ জন ছিনতাইকারী এসে তাদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে টাকাগুলো ছিনতাই করে নিয়ে যায়।

টাকা ব্যাংকে নিয়ে যাওয়া কর্মচারীরা হলেন- এনা পরিবহনের কাউন্টার ম্যানেজার শফিকুল ইসলাম ও নুর মুস্তফা এবং ক্যাশ কর্মকর্তা সোহেল আহমদ।

কাউন্টার ম্যানেজার শফিকুল ইসলাম বলেন- ছিনতাইকারীরা সবাই হেলমেট পরা ছিলো। তাদের হাতে লম্বা ধারালো দা ছিলো। তারপরও আমরা সাধ্যমতো বাধা দেওয়ার চেষ্টা করেছি।

কদমতলি পুলিশ ফাাঁড়ির ইনচার্জ এস.আই সুমন দাস কওমি কণ্ঠকে বলেন- এনা পরিবহন কর্তৃপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আশপাশ মার্কেটের সিসিটিভি ফুটেজ চেক করে অভিযুক্তদের ধরতে চেষ্টা করছি আমরা।