‘ভারত কোনোদিনই আমাদের বন্ধু ছিল না’

কওমি কণ্ঠ ডেস্ক :

ভারত কোনোদিনই আমাদের বন্ধু ছিল না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির  মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে বরিশাল টাউন হলরুমে বাংলাদেশ নগর সম্মেলন’২৫ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মো. লোকমান হাকিম।

রেজাউল করিম বলেন, ‘বন্ধুত্বের নাম দিয়ে শাসকগোষ্ঠী দেশের স্বার্থ বিকিয়ে দিলেও সীমান্ত সমস্যার সমাধান হয়নি। এর বিপরীতে আমাদের কৃষি, বাণিজ্য, এবং নদীর পানি ব্যবহারসহ নানা ক্ষেত্রে ক্ষতির শিকার হতে হয়েছে।বাংলাদেশের জনগণ এ অন্যায় কখনো মেনে নেবে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশ সংগ্রাম ও ত্যাগের ইতিহাস। ১৯৪৭ এ রক্ত দিলেও পেয়েছে পাকিস্তানি শোষণ, ১৯৭১-এ রক্তের বিনিময়ে স্বাধীনতা আনলেও সাম্য, মানবিক মর্যাদা, ও ন্যায়বিচার অধরাই রয়ে গেছে। স্বাধীনতার ৫৩ বছরে জনগণ বারবার রক্ত ঝরিয়ে অধিকার চেয়েছে, কিন্তু শাসকেরা লুটেরা ও ফ্যাসিস্টের ভূমিকায় আবির্ভূত হয়েছে। এ জাতি আর শোষণ নয়, ন্যায়ের বাংলাদেশ চায় ‘

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বরিশাল মহানগর, সভাপতি মাওলানা ওবায়দুর রহমান মাহাবুব, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাসির আহমেদ কাওসার, মাওলানা মুহাম্মাদ জাকারিয়া হামিদী, মাওলানা মুহাম্মাদ লুৎফুর রহমানসহ আরো অনেকে।

সম্মেলন শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে।

সভাপতি মনোনীত হয়েছেন প্রফেসর মো. লোকমান হাকিম, সহসভাপতি মাওলানা নাছির আহমাদ কাওছার, সহসভাপতি মাওলানা জাকারিয়া হামিদী এবং সেক্রেটারি মাওলানা আবুল খায়ের।