সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমিতির সভাপতির বিরুদ্ধে ‘অপপ্রচার’

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মো. আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। 

তিনি অভিযোগ করে বলেন- ‘সম্প্রতি সিলেট শাহপরাণ থানাধীন খাদিমপাড়াস্থ আমার বাড়ির পাশের কতিপয় ব্যক্তি খাদিম চা-বাগানের সরকারি জমি জবর-দখল করে বিভিন্ন ব্যক্তির কাছে বেচা-বিক্রি করে আসিতেছে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে আমরা সিলেট জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবগত। পরে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করে দখলবাজদের উচ্ছেদ করে সরকারি বাগানের জমি উদ্ধার করেন।

এ বিষয়ে ইতিপূর্বে দৈনিক প্রথম আলো ও দৈনিক সমকাল এবং একাধিক টিভি চ্যানেলে সংবাদ প্রকাশিত হয়েছে। 

এদিকে, উচ্ছেদকালে আমিসহ এলাকার সামাজিক সংগঠন নবজাগরণ সমাজকল্যাণ সংস্থার সদস্য পাপলু হোসেন বাবলু, কবির আহমদ ,শরিফ উদ্দিন, হিমেল, আবু বক্কর, জুয়েল আহমদ, নুমান, বাগান শ্রমিক বিবল ও বখা মিয়া উপজেলার নির্বাহী অফিসারকে সহযোগিতা করি।

বিষয়টি কেন্দ্র করে দুদিন থেকে হঠাৎ করে বিভিন্ন ফেইসবুক পেইজে ওই জমি দখল হয়েছে মর্তে অপপ্রচার চালানো হচ্ছে। আর এতে উদ্দেশ্যপ্রনোদিতভাবে মহানগর সংবাদপত্র হার্কাস সমিতিসহ আমার নাম জড়িয়ে মিথ্যাচার করে বিভ্রান্তি কুচক্রি মহল। 

এ বিষয়ে মহানগর সংবাদপত্র হর্কার সমিতির সদস্যরা তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। 

অপরদিকে, স্থানীয় জায়গা-জমি অবৈধভাবে দখলকারীরা সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মো. আব্দুল কুদ্দুসকে নানাভাবে হয়রানি করছে বলে তার অভিযোগ। পাশাপাশি অপপ্রচারে সিলেটবাসী ও সংশ্লিষ্টদের বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছেন তিনি।