আরেকটি ছেলে হাসপাতালে মারা গেল


রশীদ জামীল 


আরেকটি ছেলে হাসপাতালে মারা গেল। আগস্ট বিপ্লবের শহিদের তালিকায় আরেকটি নাম যুক্ত হলো আজ। দু:খজনক ব‍্যাপার হলো, একজন উপদেষ্টাও ছেলেটির জানাজায় গিয়ে শরিক হওয়ার গরজ অনুভব করেননি! করতেন, যদি তাদের কারও সন্তান প্রাণ হারাতো। সন্তান হারানো মা-বাবার কষ্ট তারা কেমন করে বুঝবেন?
যাদের রক্তের উপর ভর করে আজ তারা দামি গাড়ি হাঁকাচ্ছেন আর সংস্কারের মূলা ঝুলিয়ে রেখেছেন জনগণের নাকের ডগায়, তাদের প্রতিই যদি কৃতজ্ঞতার দায়বোধ না থাকে, আহত নিহতদের যথাযথ দায়িত্ব যদি নিতে না চান, তাহলে তাদের উচিত- লোকাল ট্রেইনে উঠে সংস্কারের বড়ি বিক্রি করতে থাকা।