কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের গোয়াইনঘাটে নিখোঁজের ৩ দিন পর নদীতে ভেসে উঠলো সাজল মিয়া (৩৪) নামের শ্রমিকের মরদেহ। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে রোববার (২৭ এপ্রিল) সকালে জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করে গোয়াইনঘাট থানাপুলিশ।
সাজল মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চতুর্ভুজ গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
এর আগে বৃহস্পতিবার পাথরবোঝাই নৌকা ডুবে গিয়ে নিখোঁজ হন পাথরশ্রমিক সাজল মিয়া।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার মোহাম্মদ তোফায়েল।