বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ধর্মপাশায় আনিসুল হকের জনসভা

কওমি কণ্ঠ রিপোর্টার, সুনামগঞ্জ : 

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুল হকের সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেলে ধর্মপাশা  উপজেলার মধ্য বাজারে উপজেলা বিএনপির আয়োজনে এই জনসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

এসময় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য  আনিসুল হক। তিনি বলেন, বিএনপি, কৃষকদলসহ সকলে মিলে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করেছি এখন বাংলাদেশের মানুষ একটি নির্বাচন চায়৷ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসবে৷

ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী মাজহারুল হক এর সভাপতিত্ব যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টু-এর সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এস.এম. রহমত।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক নুরুল ইসলাম (বি এস সি) ও তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া। 

জসনভায় ধর্মপাশা উপজেলার প্রতিটি ওয়ার্ডের বিএনপি, কৃষক দল, সেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও মৎস্যজীবি দলসহ সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

(রিপোর্টার : মো. আব্দুল হালিম)