সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ

কওমি কণ্ঠ রিপোর্টার :

কিশোরগঞ্জের ভৈরবকে দেশের ৬৫তম জেলা ঘোষণা এবং ঢাকা বিভাগে রাখার দাবিতে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে অবরোধ করেন আন্দোলনকারীরা। দুপুর ১২টা পর্যন্ত অবরোধ করে রাখ হয়েছে বলে ঘটনাস্থলে ভোগান্তিতে থাকা কয়েকজন সিলেটগামী বাসের যাত্রী কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন। 

তারা জানান- সিলেট-ঢাকা মহাসড়কের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ চত্বরে বিক্ষোভ-সমাবেশ করছেন স্থানীয়রা। পাশাপাশি মহাসড়ক অবরোধ করে রেখেছেন। 

‘ভৈরবের সর্বস্তরের জনগণ’র ব্যানারে এই আন্দোলন চলছে। 

এর আগে ১৪ অক্টোবর একই দাবিতে ‘দুর্জয় ভৈরব’ চত্বরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিকে, সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যানজটে আটকে আছে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও দূরপাল্লার বাসসহ সব ধরনের গাড়ি। এতে রোগী এবং নারী, শিশু ও বৃদ্ধরা বেশ কষ্টে পড়েছেন।