এসএমপি’র বিদায়ী কমিশনার শুনালেন আশার বাণী

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিদায়ী কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম-সেবা) বলেছেন- ৫ আগস্ট পরবর্তী মামলাগুলো থেকে নির্দোষ ব্যক্তিদের অব‍্যাহতি দিতে আদালতে আবেদন দিতে শুরু করেছে মহানগর পুলিশ। ইতোমধ্যে কোতোয়ালি থানাধীন ১নং মামলার ২৮ জন নিরীহ আসামিকে অব‍্যাহতি দিতে আদালতে আবেদন করা হয়েছে। এই ২৮ জনের মধ্যে সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা রয়েছেন। যারা মূলত ওই মামলার ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন।

কমিশনার বলেন- আরও ৭-৮টি মামলার নিরীহ আসামিদের অব‍্যাহতি প্রদানের আবেদন আদালতে দাখিলের জন্য প্রস্তুত করা হচ্ছে। আমরা চেষ্টা করছি- যাতে একটা নির্দোষ মানুষও হয়রানির শিকার না হন।

শাহপরাণ রাহ.-এর মাজারে বার্ষিক ওরস উপলক্ষে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে এসএমপি কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. রেজাউল করিম এসব তথ্য জানান।