কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ও ভিসা আবেদনকেন্দ্র ঘিরে বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে সিলেট মহানগরের উপশহরের ‘ই’ ব্লকে অবস্থিত সহকারী কমিশনারের কার্যালয় ও সোবহানী এলাকার ভিসা আবেদন কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়।
বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী মৃত্যুর পর পর সহকারী হাইকমিশনারের কার্যালয়ের ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছিলো। গতকাল শুক্রবার জুমার নামাজের পর সিলেটে বিক্ষোভ মিছিল করে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিলেও এর আগ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখেন।
গতকাল বিকালে উপশহর এলাকা ঘুরে দেখা গেছে- পুলিশ, সিআরটি ও সেনাবাহিনীর বাহিনীর সদস্যরা ভারতীয় সহকারী হাইকমিশনারের অফিসের সামনে অবস্থান করছেন।
এছাড়া মহানগরের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর গাড়ি টহল দিচ্ছে। বন্দরবাজার ও শহীদ মিনার এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর অবস্থানও দেখা যায়।