সিলেট জামেয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল রহ.-এর ফুযালা পরিষদের সম্মেলন বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত জামেয়ার দারুল একামার ৫ম তলায় এ সম্মেনলন অনুষ্ঠিত হয়।
পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আবুল খায়ের বিথঙ্গলির সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি হাফিয মাওলানা আছাদ উদ্দিন।
এতে পরিষদের বহুমুখী কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জামেয়ার মুহতামিম হযরত মাশুক উদ্দিন, লন্ডন প্রবাসী মাওলানা আব্দুর রব, মাওলানা আতাউল হক জালালাবাদি, মাওলানা আব্দুল মুসাব্বির জামঢরি, মাওলানা মুফিজুল ইসলাম, মাওলানা জামিলুল হক, লন্ডন প্রবাসী মাওলানা উমর ফারুক, মাওলানা আবুল খায়ের ছাতকি, মাওলানা রশিদ আহমদ সুনামগঞ্জি, মাওলানা আব্দুশ শহিদ, মাওলানা হাবিবুল্লাহ আসকির, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা আজিজ আহমদ, মাওলানা যাকরিয়া আহমদ, মাওলানা মুজ্জাম্মিলুল হক, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা আব্দুল আলিম, মাওলানা আরশদ নোমান, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মুবারক হুসাইন, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা রাশেদ আহমদ ও জামেয়ার শিক্ষক মুফতি রশিদ আহমদ প্রমুখ।