কওমি কণ্ঠ রিপোর্টার :
রবিবার (২১ ডিসেম্বর) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর সহযোগিতায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে সিলেট মহানগরে ৪টি প্রতিষ্ঠানকে প্রতারণার দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- পণ্যের গায়ে মোড়ক বা প্যাকেজিং, পণ্যের গুণগত মান সঠিক থাকা, পরিমাণ, মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকার কথা থাকলেও অভিযোগ রয়েছে- সিলেটের অনেক ব্যবসায়ী তা মানছেন না। এই তথ্যের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর সিলেট কার্যালয় র্যাব-৯ এর সহায়তায় রবিবার বিকালে ভ্রাম্যামণ আদালত পরিচালনা করে মহানগরের বন্দরবাজার সিটি সুপার মার্কেট ও লাল দিঘীর পাড় এলাকার পলাশ এন্টারপ্রাইজের মালিককে ৫০ হাজার, মেসার্স বাবলা স্টোরের মালিককে ২০ হাজার, মের্সাস রজব এন্ড ব্রাদার্সের মালিককে ৫০ হাজার এবং মেসার্স রেইনবো ট্রেডিং-এর মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে।