সিলেট সীমান্তে প্রায় ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার চোরাচালান মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের কয়েকটি বিওপি’র টহল দল সোমবার দিবাগত রাত (৫ আগস্ট) অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে। 

৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক এক বিজ্ঞপ্তিতে জানান, তাদের দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, প্রতাপপুর এবং বাংলাবাজার বিওপি’র টহল দল অভিযান চালিয়ে ১ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৯৫০ শত টাকার ভারতীয় শাড়ি, ক্রিম, মহিষ, সুপারি, মেডিসিন,  কাপড় এবং বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ জব্দ করে।

এ ব্যাপারে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।