কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে পুলিশের ট্রাফিক বিভাগের এক সদস্যের কলেজপড়ুয়া মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে মহানগরের এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচা ইলাশকান্দি এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত কিশোরীর বাবা নবী উদ্দিন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের সদস্য।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই কিশোরী আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এমনটি করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।