কওমি কণ্ঠ রিপোর্টার :
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন- পুলিশের কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা। কিন্তু তাদেরও অনেক সুযোগ-সুবিধা কম রয়েছে। রয়েছে থাকা-খাওয়া নিয়ে সমস্যা। এগুলোর উন্নতি দরকার।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানা পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পুলিশের মনোবল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক চেঞ্জ হয়েছে। আরো হবে। যে যাই বলুক- আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে। অনেক সময় অ্যাকশন নিতে দেরি হয়, কারণ অনেক সংকট আছে। ৫ আগস্টের সময় অনেক গাড়ি ও থানা পুড়েছে। এখনো নতুন গাড়ি কিনে দেওয়া যায়নি। অর্থ বরাদ্দ পেলে ব্যবস্থা করা হবে।
মব কমে আসছে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন- সিলেটে মবমূলক ঘটনাগুলো যারা ঘটিয়েছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। কাউকে ছাড় নয়, যেই অন্যায় করবে তাকেই আইনের আওতায় নিয়ে আসা হবে। আইন যাতে কেউ নিজের হাতে তুলে না নেয়।
উপদেষ্টা বলেন- এখনো সব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, অস্ত্র উদ্ধারে চেষ্টা করছে সব বাহিনী। লুট হওয়া অস্ত্র উদ্ধার না হলে নিরাপত্তার হুমকি থাকবে।