কওমি কণ্ঠ রিপোর্টার :
যুদ্ধবিরতির নীতিমালা অমান্য করে ফিলিস্তিনে নৃশংস ইসরাইলি হামলার প্রতিবাদে শুক্রবার (২১ মার্চ) বাদ জুমআ মহানগরসহ সিলেট জেলার বিভিন্ন স্থানে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলবিরোধী স্লোগানে মুখর হয় এসব স্থান।
বাদ জুমআর সিলেট মহানগরে বিক্ষোভ মিছিল ও সভা করে প্রায় সব ইসলামী রাজনৈতিক দল ও সংগঠন। মহানগরের বন্দরবাজার এলাকায় জুম্মার নামাজের পরপরই বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিসের ছাত্র সংগঠন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। নেতারা জুমার নামাজ শেষে সালাম ফিরিয়ে কালেক্টর মসজিদের সামনে জড়ো হয়ে নারায়ে তাকবির আল্লাহু আকবার বলে স্লোগান দেন। পরে তারা একটি মিছিল নিয়ে বন্দরবাজার থেকে জিন্দবাজার পয়েন্ট পর্যন্ত মিছিল।
একই সময় মিছিল করে ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, মুসলিম ঐক্য পরিষদসহ আর বিভিন্ন সংগঠন।