কওমি কণ্ঠ রিপোর্টার, জৈন্তাপুর (সিলেট) :
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ১৫২পিস ইয়াবা সহ ৩জনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ পরিদর্শক রাজন চন্দ্র দেব এর নেতৃত্বে সোমবার (২২ ডিসেম্বর) রাত ১১টায় দরবস্ত বাজারের হাজী মহসিন কমপেক্সের নিচ তলার ২নম্বার দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে ১৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় উপজেলার দরবস্ত ইউনিয়নের ফান্দু গ্রামের মৃত জহির উদ্দিন এর ছেলে আব্দুল জব্বার (২৮), চারিকাটা ইউনিয়নের রামপ্রসাদ গ্রামের মৃত ফয়ছল মিয়ার ছেলে জিসান (২০) এবং গোয়াইনঘাট উপজেলার লাউবিল গ্রামের আব্দুল মোছাব্বির এর ছেলে মারুফ আহমদ (২৬) কে আটক করা হয়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবৃুবুর রহমান মোল্লা ১৫২পিস ইয়াবা সহ তিন জন ইয়াবা ব্যবসায়ী আটকের বিষয় নিশ্চিত করে বলেন- তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক ২৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়। একই সাথে জৈন্তাপুর উপজেলাকে মাদক মুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।